বাবা-ছেলে-জামাতা মিলে ইয়াবার কারবারে
২৬ জুন ২০২১ ১৯:৪৬
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ইয়াবাসহ একই পরিবারের চারজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতার চারজনের মধ্যে রয়েছেন বাবা, দুই ছেলে ও জামাতা।
শুক্রবার (২৫ জুন) রাতে নগরীর কোতোয়ালি থানার জামালখানের শরীফ কলোনিতে একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার চারজন হলেন- জোবাইর প্রকাশ জুবাইর (৫৫), তার দুই ছেলে মো. ফারেছ (২৬) ও মালেক (২৪) এবং জোবাইরের মেয়ের স্বামী নিয়াজ মোর্শেদ (২৮)।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘তারা পারিবারিকভাবে ইয়াবার ব্যবসায় যুক্ত। কক্সবাজারের উখিয়া থেকে ইয়াবা এনে নিজ বাসায় রেখে বিক্রি করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করতে পেরেছি। একজন পালাতে সক্ষম হয়।’
জোবাইরের বাসায় তল্লাশি করে মোট ৩ হাজার ৩০০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ দুই লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।
সারাবাংলা/আরডি/পিটিএম