মুন্সীগঞ্জ: রাজধানীর কর্মস্থল ছেড়ে দেশের দক্ষিণবঙ্গগামী মানুষের ঢল দেখা দিয়েছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে। রোববার (২৭ জুন) ভোর থেকেই ঘাট এলাকায় ভিড় বাড়তে থাকে ঘরমুখী মানুষের। পারাপারের অপেক্ষায় ঘাটে আটকা পড়েছে অন্তত চার শতাধিক যানবাহন।
সরেজমিনে দেখা যায়, ঘাট এলাকা ও ফেরিতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। তবে স্থানীয় প্রশাসনের তেমন কোনো তৎপরতাও চোখে পড়েনি।
‘‘১বিআইডাব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ জানান, নৌরুটে বর্তমানে ১৫টি ফেরি সচল রয়েছে। সকাল থেকে যাত্রীদের ভিড় রয়েছে। লকডাউনের আওতামুক্ত গাড়ি পারাপারের কথা থাকলেও যাত্রীরা ঘাটে আসছে।
তিনি আরও জানান, ঘাট এলাকায় সাড়ে চার শতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে।