ডিমান্ড নোটের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করবে তিতাস
২৭ জুন ২০২১ ১৬:২৪
ঢাকা: শিগগিরই গ্রাহকদের ডিমান্ড নোটের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করবে গ্যাস বিতরণ সংস্থা তিতাস। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এ সপ্তাহেই তালিকা চূড়ান্ত করে সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া হবে। এরপর কম সময়ের মধ্যে চেক ইস্যু করে তাদের পাওনা বুঝিয়ে দেওয়া হবে।
তিতাস সূত্রে জানা গেছে, সংস্থাটির আবাসিক পর্যায়ে ৫৬ হাজার গ্রাহকের ডিমান্ড নোটের বিপরীতে ৪০ কোটি টাকা তিতাসের কাছে জমা রয়েছে। ২০১৯ সালের ২১ মে আবাসিক, সিএনজি ও বাণিজ্যিক ক্ষেত্রে সংযোগ না দেওয়ার জন্য আদেশ জারি করে সরকার। তখন গ্রাহকের কাছ থেকে নেওয়া ডিমান্ড নোটের টাকার বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি কর্তৃপক্ষ। এরপর গ্রাহকদের টাকা ফেরত দিতে গত ২৪ ডিসেম্বর জ্বালানি বিভাগ থেকে নির্দেশ দেওয়া হয়।
আরও জানা গেছে, ডিমান্ড নোট প্রাপ্য গ্রাহকদের ক্রস চেকের জন্য একটা তালিকা চূড়ান্ত করা হয়েছে। এ বিষয়ে সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া হবে। এরপর গ্রাহকদের কাছ থেকে তাদের নাম, ফোন নম্বর, অ্যাকাউন্ট নম্বর নিয়ে তাদের পাওনা ব্যাংকে পাঠিয়ে দেওয়া হবে।
জ্বালানি বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর রহমান জানান, ক্রসচেকের মাধ্যমে গ্রাহকদের ডিমান্ড নোটের টাকা ফেরত দেওয়া হবে।
সারাবাংলা/জেআর/এসএসএ