Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কঠোর ‘লকডাউন’র খবরে পুঁজিবাজারে ব্যাপক দরপতন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২১ ১৭:৫০

ঢাকা: সর্বাত্মক কঠোর ‘লকডাউন’ আতঙ্কে সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে ব্যাপক দরপতন হয়েছে। রোবার (২৭ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ১০০ পয়েন্ট কমেছে। একই অবস্থা অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (ডিএসই)। এদিন উভয় পুঁজিবাজারে সূচকের সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। তবে দিনশেষে আর্থিক লেনদেন আগের কার্যদিবসের তুলনায় কিছুটা বেড়েছে।

দিনশেষে ডিএসইতে ৩৭২টি কোম্পানির ৫৯ কোটি ৫৬ লাখ ৫৮ হাজার ৫৩৬টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে মাত্র ৫৪টির, কমেছে ৩০৬টির এবং ১২টির শেয়ারের দাম অপরিবর্তিত থাকে। দিনশেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ৭৪০ কোটি ১৮ লাখ টাকা। আগের কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৫৯৭ কোটি ৯৫ লাখ টাকা। রোববার ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১০০ পয়েন্ট কমে ৫ হাজার ৯৯২ পয়েন্টে নেমে আসে। এদিন ডিএসই শরিয়া সূচক ১৪ পয়েন্ট কমে ১ হাজার ২৮৭ পয়েন্ট, ডিএসইএ-৩০ সূচক ৩০ পয়েন্ট কমে ২ হাজার ১৬৮ পয়েন্টে অবস্থান করছে।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩১১টি কোম্পানির ৪ কোটি ৯৩ লাখ ৪৫ হাজার ৯১৩টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে মাত্র ৫৮টির, কমেছে ২৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির কোম্পানির শেয়ারের দাম। দিনশেষে সিএসইতে ২১৪ কোটি ৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৮৮ কোটি ৭২ লাখ টাকা। রোববার সিএসইর প্রধান সূচক আগের কার্যদিবসের চেয়ে ২৯৮ পয়েন্ট কমে ১৭ হাজার ৩৫৯ পয়েন্টে অবস্থান করছে।

সারাবাংলা/জিএস/পিটিএম

টপ নিউজ দরপতন পুঁজিবাজার


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর