ঢাকা: ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনকে শাহবাগ থানায় দায়ের করা এক মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে রুল জারি করেছেন আদালত।
রোববার (২৭) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সরওয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
এর আগে, গত ২৭ মার্চ প্রেসক্লাবের সামনে ধস্তাধস্তির ঘটনায় শাহবাগ থানার পুলিশ বাদী হয়ে করে। সেই মামলায় পুলিশের ওপর হামলা, মারধর, হত্যাচেষ্টার পাশাপাশি বিস্ফোরক আইনের অভিযোগও আনা হয়। পরে গত ১৩ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সামনে থেকে ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আখতারকে গ্রেফতার করা হয়।
এ মামলায় গত ৫ মে নিম্ন আদালত আখতারের জামিন আবেদন নামঞ্জুর করেন। এরপর তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন।
আইনজীবী শিশির মনির জানান, আখতারের বিরুদ্ধে আরও একটি মামলা রয়েছে। তাই এই মামলায় জামিন হলেও তিনি এখনই মুক্তি পাচ্ছেন না।