চট্টগ্রামে ৪ ‘ছিনতাইকারী’ গ্রেফতার
২৭ জুন ২০২১ ২০:৩৮
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে দেশীয় অস্ত্র নিয়ে ছিনতাইয়ের প্রস্তুতি নিয়ে অবস্থান করার সময় পুলিশ অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করেছে।
শনিবার (২৬ জুন) রাতে নগরীর চকবাজার থানার হারেছ শাহ মাজার সংলগ্ন সড়ক খালপাড় ব্রিজের ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেফতার চারজন হলো- মো. আরিফ (২৩), ইমতিয়াজ হোসেন বাপ্পি (২৫), রিমন নাথ (২৫) এবং শহীদুর রহমান (২৫)।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর মাহমুদ সারাবাংলাকে বলেন, ‘চারজনই পেশাদার ছিনতাইকারী। এরা সন্ধ্যার পর ছোরা-চাপাতি নিয়ে বের হয়। নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে নির্জন কোনো সড়কে বা এলাকায় একাকী কাউকে পেলে অস্ত্রের ভয় দেখিয়ে মোবাইল-টাকা কেড়ে নেয়। রিকশা আটকেও ছিনতাই করে তারা। চকবাজার এলাকায় সক্রিয় এই গ্রুপটিকে আমরা গ্রেফতারের জন্য খুঁজছিলাম। গতকাল (শনিবার) গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করি।’
চার জনের বিরুদ্ধে চকবাজার থানায় মামলা দায়ের হয়েছে বলে ওসি জানিয়েছেন।
সারাবাংলা/আরডি/এমও