ঢাকা: টানা ৯ দিন বিরতির পর আগামীকাল সোমবার আবারও বসছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বেলা ১১টায় অধিবেশন শুরু হবে। এ সময় ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ওপর সাধারণ আলোচনা চলবে।
আলোচনা শেষে আগামী মঙ্গলবার (২৯ জুন) অর্থবিল পাস হবে। এরপর দিন বুধবার নতুন অর্থবছরের বাজেট পাস হবে। সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।
কর্মকর্তারা জানান, করোনা পরিস্থিতির কারণে লকডাউন দেওয়া হলেও অধিবেশন স্থগিত করার সুযোগ নেই। কারণ সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে ৩০ জুন বাজেট পাস করতে হবে। সে কারণেই আগের মতো সতর্কতা মেনে কোরামপূর্ণ হয় এমন সংখ্যক এমপিদের নিয়ে অধিবেশন চলবে। এক্ষেত্রে অসুস্থ ও প্রবীণ সদস্যদের অধিবেশনে যোগদানে নিরুৎসাহিত করা হয়েছে। যার অধিবেশনে যোগ দিবেন ইতোমধ্যে তারা করোনার নমুনা পরীক্ষা করিয়েছেন। অধিবেশন কক্ষের ভিতরে বাইরে কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করা হবে।
উল্লেখ্য, গত ৩ জুন সংসদে বাজেট প্রস্তাব উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এরপর দু’দিনের আলোচনা শেষে ৭ জুন সম্পুরক বাজেট পাস এবং ১৪ জুন থেকে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা শুরু হয়। সংসদের চলতি অধিবেশন শুরু হয় ২ জুন। যা আগামী পহেলা জুলাই শেষ হবে। করোনা মহামারির কারণে গত বছর মাত্র ৯ কার্যদিবস চলে বাজেট অধিবেশন, যা বাংলাদেশের ইতিহাসের সংক্ষিপ্ততম অধিবেশন।