জেএমবি সদস্য মাসুদকে আত্মসমর্পণের নির্দেশ আপিল বিভাগের
২৭ জুন ২০২১ ২৩:৫০
ঢাকা: নিষিদ্ধ ঘোষিত জামাতুল মুজাহিদিন (জেএমবি) সদস্য মাসুদকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে আগামী দুই সপ্তাহের মধ্যে আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (২৭ জুন) জামিন স্থগিত চেয়ে করা রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।
মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালে জেএমবির প্রধান শায়খ আবদুর রহমানকে সিলেট থেকে গ্রেফতার করা হয়। এরপর একই সালের ৬ মার্চ সংগঠনটির সেকেন্ড ইন কমান্ড ছিদ্দিকুল ইসলাম বাংলা ভাইকে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার চেচুয়া বাজারের রামপুরা গ্রাম থেকে গ্রেফতার করা হয়। এ সময় র্যাবের ওপর বোমা হামলা চালানো হয়। বোমায় আহত বাংলা ভাইয়ের সঙ্গে জেএমবি সদস্য মাসুদকেও গ্রেফতার করা হয়। এরপর থেকে কারাবন্দি ছিলেন মাসুদ।
গত ৭ মার্চ হাইকোর্ট থেকে জামিন পান মাসুদ। এরপর তিনি কারামুক্ত হন। পরে তার জামিন স্থগিত ও আত্মসমর্পণের নির্দেশনা চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
সারাবাংলা/কেআইএফ/এনএস
আত্মসমর্পণের নির্দেশ জামাতুল মুজাহিদিন (জেএমবি) জেএমবি সদস্য মাসুদ