ঢাকা: ২০২০ সালের ৮ মার্চ করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হওয়ার পরে প্রথম মৃত্যুর তথ্য পাওয়া যায় ১৮ মার্চ। এর পরে ৪৭৯ দিনে করোনায় সংক্রমিত হয়ে মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে যায় ১৪ হাজার। সর্বশেষ ১৩ দিনেই করোনায় সংক্রমিত হয়ে দেশে এক হাজার জন মৃত্যুবরণ করেছেন। এর আগে শুধুমাত্র এপ্রিল মাসের ১৬ এপ্রিল থেকে ২৬ মে পর্যন্ত ১১ দিনে মারা যায় এক হাজার ৬৯ জন।
রোববার (২৭ জুন) স্বাস্থ্য অধিদফতরের কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সবশেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ নিয়ে ১১৯ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ সংক্রমিত হয়ে মারা যাওয়ার সর্বোচ্চ সংখ্যা এটি। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনা সংক্রমণ নিয়ে মারা গেলেন মোট ১৪ হাজার ১৭২ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, দেশে কোভিড-১৯ সংক্রমণ নিয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ২০২০ সালের ১৮ মার্চ। এরপর থেকে ২৭ জুন পর্যন্ত পর্যন্ত দেশে ১৪ হাজার ১৭২ জন মারা যান এই ভাইরাসে।
দেশে ২০২০ সালের মার্চ মাসে মোট পাঁচ জন কোভিড-১৯ সংক্রমিত হয়ে মারা যান। ২০২০ সালের এপ্রিল মাসে দেশে ১৬৩ জন কোভিড-১৯ সংক্রমিত হয়ে মারা যান। মে মাসে মারা যান এক হাজার ১৯৭ জন। ২০২০ সালের জুলাইয়ে দেশে এক হাজার ২৬৪ জন কোভিড-১৯ সংক্রমিত হয়ে মারা যান। এটিই ছিল ২০২০ সালের ১৮ এপ্রিলের আগে মাসের হিসেবে সর্বোচ্চ মৃত্যুর পরিসংখ্যান।
২০২০ সালের আগস্ট মাসে দেশে এক হাজার ১৭০ জন মারা যান। সেপ্টেম্বর মাসে দেশে মারা যান ৯৭০ জন। অক্টোবর মাসে ৬৭২ জন কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যান। নভেম্বর মাসে ৭২১ জন ও ডিসেম্বর মাসে মারা যান ৯১৫ জন।
২০২১ সালের জানুয়ারি মাসে ৫৬৮ জন ও ফেব্রুয়ারি মাসে ২৮১ জনের মৃত্যু হয় করোনায়। মার্চে ৬৩৮ জন করোনায় মারা যান। আর ২০২১ সালের এপ্রিল মাসে কোভিড-১৯ সংক্রমিত হয়ে মারা যায় দুই হাজার ৪০৪ জন। মে মাসে মৃত্যুর সংখ্যা কমে এলেও এক হাজার ১৬৯ জন মৃত্যুবরণ করেন করোনায়।
২০২১ সালের জুন মাসের প্রথম ২৭ দিনে এখন পর্যন্ত দেশে এক হাজার ৫৫৩ জন মৃত্যুবরণ করেছেন কোভিড-১৯ সংক্রমিত হয়ে। যা দেশে মাসের হিসেবে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর পরিসংখ্যান। সর্বশেষ গত ১৫ জুন থেকে ২৭ জুন পর্যন্ত ১৩ দিনে দেশে কোভিড-১৯ সংক্রমিত হয়ে মারা গেছেন এক হাজার জন।