Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভ্যাকসিন পলিটিক্সের শিকার বাংলাদেশ: ডিজি হেলথ

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২১ ১৩:০০ | আপডেট: ২৮ জুন ২০২১ ১৪:২৬

অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, ফাইল ছবি

ঢাকা: স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. আবুল বাসার মেহাম্মদ খুরশীদ আলম বলেছেন, বিশ্বব্যাপী ভ্যাকসিন নিয়ে যে পলিটিক্স চলছে, সে পলিটিক্সের শিকার বাংলাদেশ।

সোমবার (২৮ জুন) বাংলাদেশ রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০২০ প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আগামী মাসের (জুলাই) প্রথম সপ্তাহে বড় অংকের করোনাভাইরাসের ভ্যাকসিন দেশে আসছে জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভ্যাকসিন কিনতে কাজ করে যাচ্ছি। আমাদের টাকার কোনো অভাব নেই।

তিনি জানান, এখন পর্যন্ত করোনায় যত মানুষ দেশে মারা গেছেন, তার তিন গুণ মানুষ প্রতিবছর মারা যান যক্ষায়। যক্ষা রোগীরা এক শতাংশ এইচআইভিতে আক্রান্ত।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেজে/এএম

করোনাভাইরাস ভ্যাকসিন পলিটিক্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর