Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় মারা গেলেন ডিএসই’র সাবেক চেয়ারম্যান

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২১ ১৪:৪২

ঢাকা: বিশিষ্ট ব্যবসায়ী ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক চেয়ারম্যান হেমায়েত উদ্দিন আহমেদ মারা গেছেন।

হেমায়েত উদ্দিন আহমেদের ভাগ্নি ও ইকোনমিক রিপোর্টাস ফোরামের (ইআরএফ) সভাপতি শারমিন রিনভী সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় ডিএসইর সাবেক চেয়ারম্যান হেমায়েত উদ্দিন আহমেদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।’

সোমবার (২৮ জুন) বাদ জোহর কুমিল্লার বুড়িচং থানার রাজাপুরে গ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলেও জানান তিনি।

সারাবাংলা/জিএস/এমও

করোনা ডিএসই ডিএসই’র সাবেক চেয়ারম্যান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর