Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা ইস্যু নিয়ে সরকারের মধ্যে অস্থিরতা কাজ করছে: ইনু

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২১ ১৪:০৪ | আপডেট: ২৮ জুন ২০২১ ১৫:২৩

হাসানুল হক ইনু, ফাইল ছবি

ঢাকা: জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, করোনা সংক্রমণ ইস্যু নিয়ে সরকারের মধ্যে অস্থিরতা কাজ করছে। যার কারণে গত কয়েক দিনে লকডাউন-শাটডাউন নিয়ে প্রজ্ঞাপন জারি এবং তা ঘনঘন সংশোধন করা হচ্ছে। করোনা নিয়ন্ত্রণে মন্ত্রণালয়গুলোর মধ্যে ও সরকারের কার্যক্রমের যে সমন্বয় নেই; তা স্পষ্ট হয়ে উঠছে।

সোমবার (২৮ জুন) জাতীয় সংসদের পয়েন্ট অব অর্ডারে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এসব কথা বলেন।

তিনি বলেন, টিকার কোনো বিকল্প নেই। সর্বোচ্চ টিকা কূটনীতি প্রয়োগ করে টিকা সংগ্রহ করতে হবে। পাশাপাশি দেশের ভেতরেও টিকা উৎপাদনের ব্যবস্থা করতে হবে। ২০২২ সালের মধ্যে ১৮ বছরের উর্ধ্ব সকলকে টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমি মনে করি টিকাই মানুষকে বাঁচাবে।

তিনি বলেন, করোনায় মৃত্যু আশঙ্কাজনকভাবে বাড়ছে। সংক্রমণের বিস্তার রোধে লকডাউন-শাটডাউনের কোনো বিকল্প নেই। কিন্তু অভিজ্ঞতা বলে দুই/তিন দিনের মধ্যে খাদ্য নিয়ে জন্যসাধারণ মধ্যে হাহাকার শুরু হবে।

সারাবাংলা/এএইচএইচ/এএম

জাতীয় সংসদ টপ নিউজ হাসানুল হক ইনু

বিজ্ঞাপন

গাজায় ১৫ চিকিৎসক নিহত: আইডিএফ
২১ এপ্রিল ২০২৫ ০৮:৫৪

আরো

সম্পর্কিত খবর