Tuesday 19 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গা সীমান্তের করিমপুর গ্রাম থেকে নারীসহ ৪ জন আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২১ ১৭:৪৯

চুয়াডাঙ্গা: অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারত থেকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার করিমপুর গ্রামে আসার পর ৪ পুরুষ-নারীকে আটক করেছে বিজিবি। সোমবার (২৮ জুন) সকালে তাদের আটক করে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানান।

তিনি জানান, সকালে জীবননগর উপজেলার করিমপুর গ্রাম থেকে বাংলাদেশি নাগরিক শুভন বিশ্বাস (২৪) ও তার স্ত্রী প্রিয়াঙ্কা বিশ্বাস (২২), সুরঞ্জিত বিশ্বাস (২২) এবং নৃপেন বিশ্বাসের ছেলে তরুন বিশ্বাসকে (২৩) জীবননগর বিওপির বিজিবি সদস্যরা আটক করে।

তাদের বিরুদ্ধে জীবননগর থানায় অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে এবং অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তা করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১) (গ) ধারায় মামলা করা হবে।

বিজ্ঞাপন

জীবননগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) তুহিনুজ্জামান বলেন, ‘বিজিবির দেওয়া মামলাটি নথিভূক্ত করার প্রক্রিয়া চলছে।’

সারাবাংলা/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর