Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লকডাউনে সূর্যস্নানে গিয়ে হরিণের তাড়া, পরে পুলিশের জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জুন ২০২১ ১৮:১১

করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব ঠেকাতে অস্ট্রেলিয়ার সিডনিতে চলছে কঠোর লকডাউন। এরই মধ্যে দক্ষিণ সিডনির সমুদ্র সৈকতে দুই ব্যক্তি গিয়েছিলেন সূর্যস্নানে। তবে জনশূন্য এলাকায় একটি হরিণ তাদের তাড়া করে। তাড়া খেয়ে পার্শ্ববর্তী বনে আশ্রয় নেন তারা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সহায়তা চেয়ে বার্তা পাঠান। পুলিশ এসে তাদের উদ্ধার করে। বিবিসির খবর।

উদ্ধারের পর ওই দুই ব্যক্তিকে গণস্বাস্থ্য সংক্রান্ত বিধিনিষেধ লঙ্ঘন করার দায়ে ১ হাজার অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করে পুলিশ। দুই ব্যক্তি সিডনির মূল শহর থেকে লকডাউনের মধ্যে সমুদ্র সৈকত পর্যন্ত ভ্রমণ করেছেন বলেও অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।

বিজ্ঞাপন

স্থানীয় পুলিশ কমিশনার মিক ফুলার সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘মূর্খদের দিয়ে আইন পালন করানো কঠিন। কোনো উপযুক্ত কারণ ছাড়া ঘর হতে বের হলে সুস্পষ্টভাবে অন্যকে ঝুঁকির মধ্যে ফেলা হয়। এর পরেও জাতীয় উদ্যানে বেড়াতে যাওয়া এবং আইনশৃঙ্খলা বাহিনীকে গুরুত্বপূর্ণ স্বাস্থ্যবিষয়ক কাজ থেকে দূরে রেখে অন্য কাজে ব্যস্ত করায় তাদের বিব্রত হওয়া উচিত’।

পুলিশের বিবৃতিতে বলা হয়, কর্তৃপক্ষ ৩০ বছর বয়েসি এক নগ্ন ব্যক্তিকে কাঁধে ব্যাগ নিয়ে রয়েল ন্যাশনাল পার্কে ঘুরতে থাকা অবস্থায় শনাক্ত করে। এছাড়া হেলিকপ্টার দিয়ে সন্ধান চালিয়ে কিছু দূরে ৪৯ বছর বয়েসি আরেকজন স্বল্প কাপড় পরিহিত ব্যক্তিকে পাওয়া যায়।

ওই ব্যক্তি পুলিশ কর্মকর্তাদের জানান, তারা লোকশূন্য সমুদ্র সৈকতে সূর্যস্নান করছিলেন। সে সময় একটি হরিণ এসে তাদের তাড়া দেয়। পরে তারা পাশের বনে আশ্রয় নেন। বনে দিক হারিয়ে ফেললে পুলিশের কাছে সাহায্য চেয়ে বার্তা পাঠান।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর