তালাকনামা পেয়ে স্ত্রীকে খুন, স্বামীর আত্মহত্যার চেষ্টা
২৮ জুন ২০২১ ১৯:১৫
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বামীর ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী মারা গেছেন। পরে স্বামীও বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। পুলিশ জানিয়েছে, তালাকনামা পাওয়ার পর ক্ষুব্ধ হয়ে স্বামী এই ঘটনা ঘটিয়েছে।
রোববার (২৭ জুন) সকালে সীতাকুণ্ড উপজেলা সদরে স্বামীর ছুরিকাঘাতে গুরুতর আহত হন পিয়ারু বেগম (৩৫)। সোমবার (২৮ জুন) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পুলিশ ও পিয়ারুর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, আট বছর আগে সীতাকুণ্ড পৌরসভার মৌলভীপাড়া এলাকার পিয়ারু বেগমের সঙ্গে সন্দ্বীপের ওমর শরীফের বিয়ে হয়। তাদের দুই মেয়ে সন্তান আছে। বিয়ের সময়ই বেকার ছিলেন ওমর শরীফ। কিন্তু সেটি গোপন রেখেছিলেন। বিয়ের পর এ নিয়ে স্ত্রী এবং শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে শরীফের প্রায়ই ঝগড়া হতো।
তিনবছর আগে তার শ্বশুর জমি বিক্রি করে তাকে বিদেশে পাঠান। কিন্তু সেখানে ১৫ দিন থেকে তিনি দেশে ফেরত আসেন। এরপর থেকে শরীফ বেকার হয়ে বাসায় ছিলেন। এ নিয়ে স্ত্রীর সঙ্গে প্রায়ই তার ঝগড়া লাগতো।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, মাসখানেক আগে পিয়ারু দুই মেয়েকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। গত ১৩ জন পারিবারিক সিদ্ধান্তে তালাকনামা পাঠান শরীফের কাছে। এতে ক্ষুব্ধ হয়ে ওমর শরীফ রোববার বিকেলে সন্দ্বীপ থেকে সীতাকুণ্ডে পিয়ারুর বাবার বাড়িতে আসেন। সেখানে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে শরীফ তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। আহত পিয়ারুকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে পিয়ারুর ভাই বাদি হয়ে সীতাকুণ্ড থানায় শরীফের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
পুলিশ পরিদর্শক সুমন বণিক জানান, শরীফকে গ্রেফতারের চেষ্টার এক পর্যায়ে তারা জানতে পারেন, স্ত্রীকে ছুরিকাঘাতের পর তিনি নিজেও শরীরে ছুরি চালিয়ে এবং বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন। ওমর শরীফও মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সারাবাংলা/আরডি/পিটিএম