Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে ক্ষতিগ্রস্ত অর্থনীতি চাঙা করতে আরও ১.১ লাখ কোটির প্রণোদনা

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জুন ২০২১ ২১:৩০

ভারতে করোনাভাইরাস পরিস্থিতিতে বিপর্যস্ত অর্থনীতি চাঙা রাখতে ফের বড় অঙ্কের প্রণোদনা দিয়েছে সরকার। সোমবার (২৮ জুন) ভারতের কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ১ লাখ ১০ হাজার কোটি টাকার ক্রেডিট গ্যারান্টি স্কিম ঘোষণা করেছেন।

এ স্কিমের আওতায় ভারতের স্বাস্থ্য খাতে ৫০ হাজার কোট রুপি বরাদ্দ হবে। এছাড়া ৬০ হাজার কোটি রুপি খরচ হবে করোনায় ক্ষতিগ্রস্ত অন্যান্য খাতে।

সোমবার নির্মলা সীতারমন ইমার্জেন্সি ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিমের মূলধন বাড়ানোরও ঘোষণা দিয়েছেন। এ স্কিমে দেড় লাখ কোটি রুপি বাড়িয়ে মোট মূলধন করা হয়েছে সাড়ে চার লাখ কোটি রুপি।

ক্রেডিট গ্যারান্টি এ স্কিমের আওতায় করোনায় ক্ষতিগ্রস্ত ২৫ লাখের বেশি ক্ষুদ্র উদ্যোগে ১ লাখ ২৫ হাজার রুপি করে লোন দেওয়া হবে।

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর