Friday 23 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরেক মামলায় হেফাজত নেতা মঞ্জুরুল ইসলাম রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২১ ২১:৪৪

ঢাকা: রাজধানীর পল্টন থানার দায়ের করা আরেক মামালায় হেফাজতে ইসলামের নেতা মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে (৫০) পুলিশের জিজ্ঞেসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৮ জুন) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালত এ রিমান্ডের আদেশ দেন।

এর আগে, গত রোববার পল্টন থানার মামলায় মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে গ্রেফতার দেখিয়ে দশ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিএমএম আদালতের বিচারক আজ আফেন্দীর উপস্থিতিতে গ্রেফতার দেখিয়ে রিমান্ড শুনানির জন্য তারিখ ধার্য করেন।

গত ৫ মে আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর গত ৮ মে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। অবরোধ কর্মসূচির নামে লাঠিসোটা, ধারাল অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে রাজধানীর মতিঝিল, পল্টন, দৈনিক বাংলার মোড় ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে হেফাজতের কর্মীরা। এ ঘটনায় পল্টন ও মতিঝিল থানায় হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে বাদী হয়ে একাধিক মামলা দায়ের করেন পুলিশ।

সারাবাংলা/এআই/একে

মঞ্জুরুল রিমান্ড হেফাজত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর