Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইনজীবীদের ১০ শতাংশ মামলা বিনামূল্যে করা উচিত: প্রধান বিচারপতি

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২১ ১৬:০৫

ঢাকা: প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, আইন পেশা একটি সেবামূলক পেশা, আইনজীবীদের অন্তত ১০ শতাংশ মামলা বিনামূল্যে করে দেওয়া উচিত।

মঙ্গলবার (২৯ জুন) আপিল বিভাগের ভার্চুয়াল শুনানিতে এমন কথা বলেন প্রধান বিচারপতি।

‘এমডি শামীম বনাম রাষ্ট্র’ মামলার ভার্চুয়াল শুনানিকালে জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরীর উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, ‘আপনাদের অন্তত ১০ শতাংশ মামলা ফ্রিতে (বিনামূল্যে) করা উচিত। এটা অবশ্যই পালনীয় কর্তব্য। আইন পেশা সেবামূলক পেশা। আগে তো আইনজীবীরা ফি নেওয়ার সময় টাকাও দেখেন নাই। গাউনের পেছনের পকেটে টাকা ঢুকিয়ে দিত। কিন্তু এখন আইন পেশা একটি ব্যবসা হয়ে গেছে।’

এ সময় আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে প্রতি বছর আইনজীবীদের নতুন করে রিনিউ (লাইসেন্স) করতে হয়। দেখাতে হয় তিনি কতটি মামলা প্র-বোনো (বিনা টাকায়) করেছেন। তা না হলে সিনিয়র আইনজীবীদেরও লাইসেন্স রিনিউ করা হয় না।’

তখন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী বলেন, ‘এটা আমাদের এখানে হলেও ভালো হতো। আমরাও চাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা করা যায়।’

রাষ্ট্র নিযুক্ত (যারা আইনজীবী রাখতে পারে না, তাদের জন্য নিয়োগ দেওয়া হয়) আইনজীবীদের সম্মানী বাড়ানো উচিত বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি।

এ সময় আপিল বিভাগের বিচারপতিরা এবং অন্যান্য আইনজীবীরাও ভার্চুয়ালি আদালতের সঙ্গে যুক্ত ছিলেন।

সারাবাংলা/কেআইএফ/এসএসএ

প্রধান বিচারপতি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর