Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ‘উঠানামার মধ্যে’ করোনার সংক্রমণ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২১ ১৮:৪০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ার সঙ্গে করোনা শনাক্তের সংখ্যাও বেড়েছে। তবে নমুনা পরীক্ষা অনুযায়ী সংক্রমণ শনাক্তের হার আগের দিনের চেয়ে কিছুটা কমেছে। এভাবে উঠানামার মধ্যে যাচ্ছে চট্টগ্রামে করোনার সংক্রমণ পরিস্থিতি। তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যাও কমেছে।

মঙ্গলবার (২৯ জুন) জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদন অনুযায়ী, সোমবার একদিনে চট্টগ্রামে নতুন করে ৩৬৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ২৪ শতাংশের বেশি। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ৩ ব্যক্তির মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার ২৪ ঘণ্টায় ১ হাজার ৫০৬ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। সংক্রমিত হিসেবে শনাক্ত ৩৬৮ জনের মধ্যে নগরীর ২২৬ জন। বাকি ১৪২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

আগের দিন চট্টগ্রামে ১ হাজার ১৫১ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৩২৭ জনের করোনা শনাক্ত হয়েছিল। পরীক্ষা অনুযায়ী করোনা শনাক্তের হার ছিল ২৮ শতাংশ।

এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের একজন শহরের ও দুজন উপজেলার বাসিন্দা। আগেরদিন মোট সাত জনের মৃত্যু হয়েছিল।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

সরকারি হিসাব অনুযায়ী, চট্টগ্রামে এখন পর্যন্ত ৫৮ হাজার ৩৬৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৫ হাজার ৫৮৩ জন মহানগরীর বাসিন্দা এবং ১২ হাজার ৭৮২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৬৯১ জন। এর মধ্যে ৪৭০ জন মহানগরের এবং ২২১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এসএসএ

করোনা চট্টগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর