Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি শতবর্ষের মূল অনুষ্ঠান নভেম্বরে

ঢাবি করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২১ ২৩:১৩

ঢাকা: করোনা সংক্রমণ পরিস্থিতির অবনতি বিবেচনায় রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)  শতবর্ষপূর্তির মূল অনুষ্ঠান পিছিয়ে নভেম্বর মাসে করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ জুলাই সীমিত পরিসরে অনলাইনে প্রতীকী কর্মসূচি পালিত হবে। মূল অনুষ্ঠান হবে নভেম্বরে।

১ জুলাই অনলাইনে অনুষ্ঠিত হতে যাওয়া প্রতীকী কর্মসূচিতে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ভার্চুয়াল আলোচনা সভা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হবে।

আলোচনা সভায় মূল বক্তা থাকবেন ভাষাসৈনিক, কলামনিস্ট আবদুল গাফ্ফার চৌধুরী। তিনি ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ: ফিরে দেখা’ শীর্ষক মূল বক্তব্য উপস্থাপন করবেন।

নভেম্বর মাসের মূল কর্মসূচি প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে শতবর্ষের মূল অনুষ্ঠান বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হবে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সারাবাংলা/আরআইআর/আইই

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর