Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারণ ছাড়া বের হলেই শাস্তি, প্রজ্ঞাপন বুধবার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২১ ২২:১৭

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী বৃহস্পতিবার (১ জুলাই) ভোর ৬টা থেকে সারাদেশে সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধ জারি করতে যাচ্ছে সরকার। ওই সময়ে গণপরিবহন ও দোকানপাটসহ সরকারি-বেসরকারি অফিসও বন্ধ থাকবে। আর প্রত্যেকেকে থাকতে হবে ঘরে। কারণ ছাড়া কেউ বের হলেই শাস্তির মুখোমুখি হতে হবে।

মঙ্গলবার (২৯ জুন) সরকারের এক তথ্য বিবরণীতে এ নির্দেশনার কথা বলা হয়েছে। বিবরণীতে বলা হয়েছে, আগামীকাল বুধবার (৩০ জুন) এ সংক্রান্ত নির্দেশনা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে।

বিজ্ঞাপন

তথ্য বিবরণীতে জানানো হয়, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে লকডাউন (বিধিনিষেধ) কঠোর করতে মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব, তথ্যমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীসহ সেনাবাহিনী ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করেন। বিধিনিষেধ পালনে মানুষকে কিভাবে বাধ্য করা যায়, সে বিষয়ে ভার্চুয়াল বৈঠকে আলোচনা করেন তারা।

আরও পড়ুন-

এরপর বৈঠকের বিষয়ে তথ্য অধিদফতর থেকে পাঠানো তথ্য বিবরণীতে বিস্তারিত বলা হয়, বৃহস্পতিবার থেকে জনসাধারণ ও যানবাহন চলাচল বন্ধ থাকবে। পাশপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে সরকার বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা পালনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বিজ্ঞাপন

বিবরণীতে আরও বলা হয়েছে, প্রাথমিকভাবে বৃহস্পতিবার থেকে সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করা থাকবে। ওই সাত দিন জরুরি পরিষেবায় নিয়োজিত হওয়া এবং জরুরি কারণ ছাড়া কেউ ঘরের বাইরে বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা সম্পর্কিত বিস্তারিত তথ্য সম্বলিত প্রজ্ঞাপন আগামীকাল বুধবার (৩০ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে বলে জানানো হয়েছে বিবরণীতে। মাস্ক পরাসহ সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্যও সবাইকে অনুরোধ করা হয়েছে।

সারাবাংলা/জেআর/টিআর

কঠোর বিধিনিষেধ তথ্য বিবরণী

বিজ্ঞাপন

কেন বিয়ে হচ্ছে না উর্বশীর?
২৫ নভেম্বর ২০২৪ ১৯:২৫

আরো

সম্পর্কিত খবর