Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কঠোর বিধিনিষেধেও খোলা থাকবে গার্মেন্টস

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২১ ২৩:৩৪

ঢাকা: করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে আগামী বৃহস্পতিবার (১ জুলাই) ভোর ৬টা থেকে সারা দেশে সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধ জারি করতে যাচ্ছে সরকার। তবে এই কঠোর বিধিনিষেধের মধ্যেও গার্মেন্টস খোলা থাকবে বলে জানিয়েছেন বিকেএমইএর সহ সভাপতি মো. হাতেম।

মঙ্গলবার (২৯ জুন) তিনি সারাবাংলাকে এ তথ্য জানান।

তিনি বলেন, ১ জুলাই থেকে ৭ দিন কঠোর বিধিনিষেধ চলাকালে জন্য জরুরী সেবা ও উৎপাদনমূখী শিল্প কারখানা ব্যতীত বাকী সব কিছু সম্পূর্ণ বন্ধ থাকবে। শিল্প কারখানার মালিক-কর্মকর্তা এবং শ্রমিক-কর্মচারি সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। মানুষের চলাচলও কঠোরভাবে নিয়ন্ত্রিত হবে।

উল্লেখ্য, করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বেড়ে যাওয়ায় নতুন করে বিধিনিষেধ জারি করেছে সরকার। এই বিধিনিষেধের আওতায় সোমবার (২৮ জুন) থেকেই সারাদেশে বন্ধ হয়ে যায় গণপরিবহন। দোকানপাট, রেস্তোরাঁসহ বিনোদনকেন্দ্রও বন্ধ থাকছে। আগামী ১ জুলাই থেকে বিধিনিষেধের আওতা আরও বাড়বে বলে জানা গেছে। তবে পোশাক কারখানা খোলা থাকবে কি না এ ব্যাপারে স্পষ্ট নির্দেশনা এখনও আসেনি।

আরও পড়ুন- ‘পোশাক কারখানা খোলা বা বন্ধ রাখার সিদ্ধান্ত দেবে মন্ত্রিপরিষদ’

কারণ ছাড়া বের হলেই শাস্তি, প্রজ্ঞাপন বুধবার

সারাবাংলা/ইএইচটি/এসএসএ

গার্মেন্টস লকডাউন

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর