ঢাকা: দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হওয়ার ৪৭৯ দিনের মাথায় আক্রান্তের সংখ্যা ৯ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৪ হাজার। ইতোমধ্যেই ২৮ জুন দেশে সংক্রমণ শনাক্তের সংখ্যা ছাড়িয়ে গেছে অতীতের সব পরিসংখ্যান (৮,৩৬৪)। ঠিক এক দিন পরে ২৯ জুন দেশে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে সাত হাজার ৬৬৬ জন। জুন মাসের প্রথম ২৯ দিনে দেশে মোট এক লাখ তিন হাজার ৮৯৬ জনের মাঝে কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে। আর এ সংখ্যা নিয়ে দেশে মোট সংক্রমণ শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ৯ লাখ।
মঙ্গলবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার সংক্রমণের তথ্য তুলে ধরা হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে সাত হাজার ৬৬৬ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টার শনাক্ত সংখ্যাই দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। গত ৭ এপ্রিল তৃতীয় সর্বোচ্চ সাত হাজার ৬২৬ জনের শরীরে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টার সংক্রমণ নিয়ে দেশে করোনার সংক্রমণ ৯ লাখ পেরিয়ে গেল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগের দিনের তুলনায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল ১১২ জন, যা এখন পর্যন্ত একদিনে দ্বিতীয় সর্বোচ্চ। গত রোববার (২৭ জুন) একদিনে সর্বোচ্চ ১১৯ এবং এর আগে গত ১৯ এপ্রিলে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ ১১২ জন মারা গিয়েছিলেন করোনা সংক্রমণ নিয়ে। গত ২৪ ঘণ্টায় ফের ১১২ জন মারা গেলেন। এ নিয়ে টানা তৃতীয় দিনও করোনা সংক্রমণে শতাধিক মৃত্যু হলো দেশে।
এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ৫৬৫ ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়েছে। এসব ল্যাবে ৩২ হাজার ৬৫৯টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ৩১ হাজার ৯৮২টি নমুনা। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার সাত হাজার ৬৬৬টিতে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৩ দশমিক ৯৭ শতাংশ। আর এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।
জুনেই শনাক্ত এক লাখ
দেশে নভেল করোনাভাইরাস সংক্রমণ শনাক্তের পরে সর্বোচ্চ সংক্রমণ শনাক্তের হার দেখা যায় ২০২১ সালের ২৮ জুন। এ দিন দেশে মোট সংক্রমণ শনাক্তের সংখ্যা ছিল আট হাজার ৩৬৪ জন। এটি দেশে এখন পর্যন্ত সর্বোচ্চ সংক্রমণ শনাক্তের পরিসংখ্যান।
এর আগে দেশে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয় গত ৭ এপ্রিল। এ দিন দেশে সাত হাজার ৬২৬ জনের মাঝে সংক্রমণ শনাক্ত হয়। এই এপ্রিল মাসেই দেশে ১ লাখ ৪২ হাজার ৮২০ জনের মাঝে কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয় যা দেশে এক মাসে সর্বোচ্চ। এ মাসেই ২ হাজার ৪০৫ জনের মাঝে কোভিড-১৯ সংক্রমিত হয়ে মারা যায়। মূলত এটিও দেশে এক মাসে কোভিড-১৯ সংক্রমিত হয়ে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।
মে মাসে দেশে কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত ও মৃত্যুর সংখ্যায় কিছুটা কমতে শুরু করলেও জুনে এটি আবার বাড়তে থাকে। ফলশ্রুতিতে দেশে এই মাসের প্রথম ২৯ দিনেই এক লাখের বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে। একইসঙ্গে এই মাসে এখন পর্যন্ত এক হাজার ৭২৮ জন মারা গেছে।