Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিধিনিষেধে বন্ধ অভ্যন্তরীণ বিমান চলাচল

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২১ ১৩:৩১ | আপডেট: ৩০ জুন ২০২১ ১৫:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে সরকারের বিধিনিষেধের আওতায় এবার আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকলেও বন্ধ থাকবে অভ্যন্তরীণ ফ্লাইট।

বুধবার (৩০ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে একথা বলা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে এবং যাত্রীরা তাদের আন্তর্জাতিক ভ্রমণের টিকেট প্রদর্শন করে গাড়ি ব্যবহার করে যাতায়াত করতে পারবেন। একই সাথে এটাও বলা হয়েছে, সড়ক, নৌ ও রেলপথের সাথে অভ্যন্তরীণ বিমানও বন্ধ থাকবে।

এর আগের বিধিনিষেধে সড়ক, নৌ ও রেলপথ বন্ধ থাকলেও চালু ছিল আকাশপথ। কিন্তু এবার লকডাউন ঘোষণার ফলে বন্ধ হয়ে গেল অভ্যন্তরীণ ফ্লাইটও। ফলে আগামী সাত দিন অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসজে/এএম

অভ্যন্তরীণ রুটের বিমান