Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে করোনায় একদিনে ১০ মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২১ ১৩:৫৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু আগের দিনের চেয়ে বেড়েছে। করোনায় সংক্রমিত হয়ে একদিনে ১০ জনের মৃত্যু হয়েছে। গত দুই মাসের মধ্যে একদিনে এত মৃত্যু হয়নি। সর্বশেষ গত ২৫ এপ্রিলের প্রতিবেদনে ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১১ জনের মৃত্যুর তথ্য এসেছিল।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে আরও ৩৯৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা অনুযায়ী সংক্রমণে হার ২৯ শতাংশের বেশি। এছাড়া করোনায় মোট মৃত্যু সাতশ ছাড়িয়ে গেছে।

বিজ্ঞাপন

বুধবার (৩০ জুন) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৬৪ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে সংক্রমিত হিসেবে শনাক্তদের মধ্যে নগরীর ২৮৪ জন এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা ১১৫ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের চার জন শহরের ও ছয় জন উপজেলার বাসিন্দা।

এর আগের দিন চট্টগ্রামে ১ হাজার ৫০৬ জনের  করোনার নমুনা পরীক্ষা করে ৩৬৮ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষা অনুযায়ী সংক্রমণের হার ছিল ২৪ শতাংশ। আগের দিন চট্টগ্রামে করোনায় ৩ জনের মৃত্যু হয়েছিল।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

চট্টগ্রামে এখন পর্যন্ত ৫৮ হাজার ৭২৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৫ হাজার ৮৬৭ জন মহানগরীর বাসিন্দা এবং ১২ হাজার ৮৫৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৭০১ জন। এর মধ্যে ৪৭৪ জন মহানগরের এবং ২২৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/টিআর

করোনা সংক্রমণ

বিজ্ঞাপন

সিইসি ও ৪ কমিশনারের শপথ আজ
২৪ নভেম্বর ২০২৪ ০১:৩৩

আরো

সম্পর্কিত খবর