ঢাকা: করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সাতদিনের কঠোর বিধিনিষেধ জারি করেছে সরকার। জনসমাগম এড়াতে পারলেই সংক্রমণের উচ্চ হার কমে আসবে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। তাই বিধিনিষেধকালে জনসমাগম হয় এমন সকল ধরনের অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার।
বুধবার (৩০ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞপনে এ তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জনসমাবেশ হয় এমন ধরনের সামাজিক অনুষ্ঠান করা যাবে না। যেমন— বিবাহত্তোর অনুষ্ঠান, ওয়ালিমা, জন্মদিন, পার্টি ও পিকনিক বন্ধ থাকবে। পাশাপাশি রাজনৈতিক ও ধর্মীয় কোনো অনুষ্ঠান করা যাবে না।
তবে মসজিদে স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায়ের বিষয়টি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নির্দেশনা দেবে বলেও ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
একইসঙ্গে দেশের সকল পর্যটনকেন্দ্র, বিনোদন কেন্দ্র, রিসোর্ট ও কমিউনিটি সেন্টার বন্ধ রাখার কথা বলা হয়েছে সরকারি ওই নির্দেশনায়।