Monday 19 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিউজিক ভিডিওয়ের মডেল শাহরুখ

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৩০ জুন ২০২১ ১৪:৫৫

শাহরুখ খান সিনেমা রেখে মিউজিক ভিডিওতে! না, ভুল শুনছেন না। তিনি তার ভক্তদের জন্য বিশাল চমক নিয়ে আসছেন ভিডিওটিতে। ইতোমধ্যে তিনি এর শুটিং সম্পন্ন করেছেন। এতে কিং খানকে তার ‘সিগনেচার স্টাইল’-এ দেখা যাবে।

ভিডিওটি মূলত একটি ব্র্যান্ডের প্রমোশনাল ভিডিও হিসেবে নির্মিত হয়েছে। তবে ভিডিওটি শাহরুখ ভক্তদের জন্য আরেকটি ড্যান্স নাম্বার হতে যাচ্ছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।

জানা গেছে, তিনি মুম্বাইয়ের একটি স্টুডিওতে মিউজিক ভিডিওটির শুটিং করেছেন। তখন থেকে নাকি শাহরুখ খুব উত্তেজিত এটি নিয়ে। তিনি নাকি বলছেন, এ ভিডিও যে দেখবে সে অবশ্যই পছন্দ করবে।

এদিকে শাহরুখ খান বর্তমানে শুটিং করছেন ‘পাঠান’-এর। অ্যাকশন ঘরানার ছবিটিতে তার বিপরীতে রয়েছেন দীপিকা পাড়ুকোন। এতে খলনায়কের ভূমিকায় আছেন হ্যান্ডসাম হ্যাঙ্ক জন আব্রাহাম। এদের বাইরে সালমান খানও এ ছবিতে ক্যামিও চরিত্রে আছেন। ‘পাঠান’ পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ।

বিজ্ঞাপন

‘পাঠান’-এর পর শাহরুখ অভিনয় দক্ষিণী পরিচালক অ্যাটলির ছবিতে। এছাড়া তার সঙ্গে কথা চলছে রাজ এবং কৃষ্ণ ডিকের কমেডি-অ্যাকশন-থ্রিলার নিয়ে। এছাড়া গুঞ্জন রয়েছে তার কাজ হতে পারে ‘থ্রি ইডিয়স’খ্যাত পরিচালক রাজ কুমার হিরানীর সঙ্গে।

শাহরুখ অভিনীত সবশেষ ছবি মুক্তি পেয়েছিলো ২০১৮ সালে ‘জিরো’। বক্স অফিসে ছবিটিতে ভয়াবহ রকমভাবে মুখ থুবড়ে পরে। যার ফলে ‘কিং অব রোমান্স’ তিন বছর ধরে কোনো ছবিতে অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেন।

সারাবাংলা/এজেডএস