Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কালো টাকা বিনিয়োগের খবর: ডিএসই‘র সূচক ৪১ মাসের মধ্যে সর্বোচ্চ

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২১ ১৭:২৩

ঢাকা: ঢালাওভাবে পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের খবর প্রকাশের পর সূচকের বড় ধরনের উত্থান হয়েছে। বুধবার (৩০ জুন) দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ইনডেক্স আগের দিনের তুলনায় ১০৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১৫০ পয়েন্টে উন্নীত হয়েছে। এটি আগের ৪১ মাসের মধ্যে একদিনে সূচকের সর্বোচ্চ অবস্থান।

সংশ্লিষ্টরা বলছেন, ঢালাওভাবে পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের সুযোগ রেখে সংসদে অর্থবিল পাস হয়েছে— এমন খবরে উত্থান দিয়েই বুধবার লেনদেন শুরু হয়। দিনের শেষ পর্যন্ত এই প্রবণতা অব্যাহত ছিল। এদিন পুঁজিবাজারে সূচকের পাশ পাপাশি বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম। সেই সঙ্গে বেড়েছে আর্থিক ও শেয়ার লেনদেন। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের ৪০ মাস পর ৬ হাজার ১০০ পয়েন্ট অতিক্রম করেছে। এর আগে ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি ডিএসইএক্স সূচকটি ৬ হাজার ১০২ পয়েন্টে অবস্থান করছিল।

বিজ্ঞাপন

এদিকে, বুধবার দিনশেষে ডিএসইতে ৩৭১টি কোম্পানির ৪৯ কোটি ৯২ লাখ ৩১ হাজার ৯২১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ৩০৭টির, কমেছে ৪১টির এবং ২৩টির শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।

দিনশেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ৪০৭ কোটি ৮৯ লাখ টাকায়। আগের দিন মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ১৪৮ কোটি ৮ লাখ টাকা। এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১০৭ পয়েন্ট কমে ৬ হাজার ১৫০ পয়েন্টে উন্নীত হয়। এদিন ডিএসই শরিয়া সূচক ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩১৪ পয়েন্ট ও ডিএসইএ-৩০ সূচক ২২ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০৮ পয়েন্টে উন্নীত হয়।

বিজ্ঞাপন

বুধবার দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩১৬টি কোম্পানির ২ কোটি ৯২ লাখ ৩৬ হাজার ৬৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব  শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ২৪৭টির, কমেছে ৫১টির এবং অপরিবর্তিত ছিল ১৮টি কোম্পানির শেয়ারের দাম।

দিনশেষে সিএসইতে ৭৮ কোটি ৮২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৫৪ কোটি ৬৬ লাখ টাকা। এদিন সিএসই’র প্রধান সূচক আগের দিনের চেয়ে ৩২২ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৭৯৫ পয়েন্টে উন্নীত হয়।

সারাবাংলা/জিএস/টিআর

কালো টাকা বিনিয়োগ পুঁজিবাজার শেয়ারবাজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর