Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলিন্ডারপ্রতি ৪৯ টাকা বাড়ল এলপিজির দাম, কার্যকর ১ জুলাই

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২১ ১৭:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দুই দফা কমানোর পর এবার তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হলো। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) তৃতীয়বারের মতো দাম সমন্বয় করতে গিয়ে এলপিজির দাম সিলিন্ডারপ্রতি ৪৯ টাকা বাড়িয়েছে।

বুধবার (৩০ জুন) সংবাদ সম্মেলন করে এলপিজির নতুন দাম ঘোষণা করে বিইআরসি। নির্ধারিত দাম অনুযায়ী, বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের দাম মুসকসহ ৮৪২ টাকা থেকে বাড়ি ৮৯১ টাকা করা হয়েছে। যা বৃহস্পতিবার (১ জুলাই) থেকে কার্যকর করা হচ্ছে।

আর উৎপাদন পর্যায়ে ব্যয় পরিবর্তন না হওয়ায় রাষ্ট্রায়ত্ত কোম্পানির এলপিজির দাম পরিবর্তন করা হয়নি। সরকারি সাড়ে ১২ কেজি এলপিজির দাম আগের ৫৯১ টাকাই থাকছে। আর গাড়িতে ব্যবহৃত এলপিজির দাম ৪১ টাকা ৭৪ পয়সা থেকে বাড়িয়ে নতুন দাম প্রতিলিটার ৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ১২ এপ্রিল থেকে প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করে দেয় নিয়ন্ত্রন সংস্থা বিইআরসি।

সারাবাংলা/জেআর/পিটিএম

এলপিজি গ্যাস টপ নিউজ সিলিন্ডার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর