এক প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র
সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২১ ১৯:১৪
৩০ জুন ২০২১ ১৯:১৪
ঢাকা: ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বুধবার (৩০ জুন) রাজধানীর ওয়ারী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বিএসটিআই জানিয়েছে, রাজধানী ওয়ারী এলাকায় অবস্থিত এ. হাই অ্যান্ড কোম্পানিকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলাও করা হয়েছে। এছাড়াও মতিঝিল এলাকায় অবস্থিত মেসার্স এইচ কে ফিলিং স্টেশন এবং একই এলাকায় অবস্থিত মেঘনা মডেল সার্ভিস সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনাকালে তেল পরিমাপে সঠিক পাওয়ায় তাদের ধন্যবাদ জানানো হয়।
ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরার নেতৃত্বে সংস্থাটির পরিদর্শক (মেট্রোলজি) মো. মাছুদুল হক অংশ নেন।
সারাবাংলা/ইএইচটি/পিটিএম