Wednesday 27 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে আরও ১২ মৃত্যু

লোকাল করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২১ ২০:৩৬

বেনাপোল (যশোর): জেলায় সর্বশেষ ২৪ ঘণ্টার হিসাবে করোনা আক্রান্ত তিন জন এবং উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ের মধ্যে, ৬৮৮ নমুনা পরীক্ষা করে ২৮১ জনের মধ্যে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। পরীক্ষীত নমুনায় শনাক্তের হার ৪১ শতাংশ।

বুধবার (৩০ জুন) সিভিল সার্জন অফিসের করোনা ফোকাল পারসন ডা. রেহনেওয়াজ এ সব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ২৪ ঘণ্টায় ২৮১ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সদর উপজেলায় ২০২ জন, কেশবপুরে ১০ জন, ঝিকরগাছায় ১৮ জন, অভয়নগরে ৯ জন, মনিরামপুরে ১৮ জন, বাঘারপাড়ায় ৮ জন, শার্শায় ৮ জন এবং চৌগাছায় ৮ জন রয়েছেন।

এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৩৬৫ জনে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন সাত হাজার ৪৬৯ জন এবং মৃত্যু হয়েছে ১৪৫ জনের।

এদিকে যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি আছেন ৯৯ জন এবং আইসোলেশন ওয়ার্ডে আছেন ৫০ জন।

অন্যদিকে, করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী হওয়ায় জেলায় সর্বাত্মক লকডাউন চলমান রয়েছে। মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং প্রয়োজন ছাড়া ঘরেই থাকতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতনতা সৃষ্টির পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানাও করা হচ্ছে।

সারাবাংলা/একেএম

নভেল করোনাভাইরাস মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর