Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে করোনায় চিকিৎসকের মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২১ ২০:৪১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মো. মোস্তাফিজুর রহমান নামে আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। তিনি স্বাস্থ্য বিভাগের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন।

বুধবার (৩০ জুন) নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই চিকিৎসকের মৃত্যু হয়। এ নিয়ে চট্টগ্রামে ২৬ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

মৃত মো. মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ১৮ তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন বলে জানা গেছে।

মোস্তাফিজুরের সহপাঠী বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চট্টগ্রাম শাখার সাবেক সাধারণ সম্পাদক খুরশিদ জামিল চৌধুরী জানিয়েছেন, মোস্তাফিজুর রহমান হৃদরোগ ও ডায়াবেটিসে ভুগছিলেন। করোনায় আক্রান্ত হওয়ার পর তিনি সার্জিস্কোপ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

স্বাস্থ্য বিভাগ থেকে অবসর নেওয়ার পর মোস্তাফিজুর রহমান শুধু প্রাইভেট প্র্যাকটিস করতেন। তিনি ১৯৮২ সাল থেকে টানা ৩৯ বৎসর সীতাকুণ্ড-মীরসরাই অঞ্চলে ব্যক্তিগত চেম্বারে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন বলে জানান খুরশিদ জামিল চৌধুরী।

সারাবাংলা/আরডি/এসএসএ

চট্টগ্রামে করোনায় চিকিৎসকের মৃত্যু

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর