Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২১ ১২:৫৫

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর বনশ্রীতে নির্মাণাধীন ভবন থেকে পরে মোতালেব হোসেন (২২) নামে এক শ্রমিক মারা গেছেন। বৃহস্পতিবার (১জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে রামপুরা বনশ্রী আইডিয়াল স্কুলের পাশে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

মৃত মোতালেব সিরাজগঞ্জ সদর উপজেলার পারপাসি গ্রামের আবু সাঈদের ছেলে। সে ওই নির্মাণাধীন ভবনেই থাকত।

মৃতের সহকর্মী ফিরোজ আহমেদ জানান, রামপুরা বনশ্রী আইডিয়াল স্কুলের পাশে ট্রপিকাল হাউস নামে নির্মাণাধীন ৭ তলা ভবনের ৫ম তলায় কাজ করছিলেন তারা। মোতালেব রড-মিস্ত্রীর সহযোগীর কাজ করত। সকালে কাজ করার সময় অসাবধানতাবশত ৫ তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় সে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিদর্শক মো. জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা /এসএসআর/এসএসএ

শ্রমিক নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর