Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কঠোর বিধিনিষেধে বিনা কারণে বের হয়ে মিরপুরে আটক শতাধিক

সিনিয়র করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২১ ১৪:০৭ | আপডেট: ১ জুলাই ২০২১ ১৬:৩৮

ঢাকা: করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ন্ত্রণে রাজধানীসহ সারাদেশে চলছে কঠোর বিধিনিষেধ। তবে এর মধ্যেও মানুষজনদের বিনা কারণে রাস্তায় বের হওয়া ঠেকানো কঠিন হয়ে পড়েছে। শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী তাদের আটক করতে বাধ্য হচ্ছেন। তেমনি ঘটনা ঘটেছে রাজধানীর মিরপুরে। এই এলাকায় সকাল থেকে দুপুর ১ টা পর্যন্ত শতাধিক লোকজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জুলাই) দুপুর ১ টার দিকে ডিএমপির মিরপুর বিভাগের উপ-কমিশনার মাহাতাব উদ্দিন আহমেদ সারাবাংলাকে এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আটকের পর তাদের বিভিন্ন থানায় রাখা হয়েছে। অপরাধের ধরণ বুঝে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভ্রাম্যমাণ আদালতের দুজন ম্যাজিস্ট্রেট আছেন, তারা ব্যবস্থা নেবেন। এছাড়া সেনাবাহিনী, বিজিবি, আনসার ও পুলিশ সদস্যরা কাজ করছেন।’

করোনা প্রতিরোধে পুলিশ কঠোর অবস্থান নিয়েছে। সেজন্য সবাইকে ঘরে থাকার অনুরোধ জানান তিনি।

সারাবাংলা/ইউজে/পিটিএম

আটক শতাধিক কঠোর বিধিনিষেধ টপ নিউজ মিরপুর

বিজ্ঞাপন

মহান মে দিবস আজ
১ মে ২০২৫ ০০:০৬

আরো

সম্পর্কিত খবর