প্রবাসীকর্মীরা ভ্যাকসিন পাবেন ৬ জুলাই থেকে
১ জুলাই ২০২১ ২১:৪৩
ঢাকা: দেশে থাকা প্রবাসীকর্মীদের ভ্যাকসিন দেওয়া শুরু হবে মঙ্গলবার (৬ জুলাই) থেকে। তবে এর আগে তাদের নিবন্ধন করতে হবে বিএমইটি থেকে। বিএমইটি প্রবাসী কর্মীদের জন্য একটা অ্যাপ খুলেছে ‘আমি প্রবাসী’ নামে। সেখানে নিবন্ধন শেষে তারপর সুরক্ষা অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।
যারা নিবন্ধন করেও ভ্যাকসিন নিতে পারেননি তাদের অগ্রাধিকার ভিত্তিতে সোমবার (৫ জুলাই) থেকে খুদে বার্তা বা এসএমএস পাঠানো হবে। এরপরে তারা সেই এসএমএস কেন্দ্রে নিয়ে দেখালে ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন।
বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ভার্চুয়াল ব্রিফিংয়ে এ কথা জানান প্রতিষ্ঠানটির সম্প্রসারিত ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচির (ইপিআই) পরিচালক এবং জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিন পরিকল্পনার সদস্য সচিব ডা. শামসুল হক।
ডা. শামসুল হক বলেন, ‘প্রায় দুই লাখ প্রবাসীর তালিকা স্বাস্থ্য অধিদফতরে পাঠিয়েছে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)। সোমবার এই তালিকায় থাকারা ভ্যাকসিন গ্রহণ সংক্রান্ত এসএমএস পাবেন।’
তিনি বলেন, অভিবাসী শ্রমিকদের ভ্যাকসিন নিতে হলে বিএমইটি থেকে নিবন্ধন করতে হবে। তারপর সুরক্ষা অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন তারা। বিএমইটি প্রবাসী কর্মীদের জন্য একটা অ্যাপ খুলেছে ‘আমি প্রবাসী’ নামে। এখান থেকেও তারা নিবন্ধন করতে পারবেন।
তিনি আরও বলেন, ‘প্রতি জেলায় বিএমইটি অফিসে গিয়ে প্রবাসীকর্মীরা নিবন্ধন করতে পারবেন। এছাড়া ঢাকাতেও নিবন্ধনের সুযোগ রয়েছে। জেলা থেকে রেজিস্ট্রেশনের তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয়ে আসার পর তারা সুরক্ষা অ্যাপসে নিবন্ধনের সুযোগ পাবেন। এরপরে আইসিটি মন্ত্রণালয় চূড়ান্ত তালিকা তৈরি করে সেই অনুযায়ী এসএমএস পাঠাবে। এসএসএমে ভ্যাকসিন কেন্দ্রের নাম থাকবে।’
ডা. শামসুল বলেন, ‘এসএমএস বা ভ্যাকসিন কার্ড না নিয়ে কেন্দ্রে এসে কোনো লাভ হবে না। এই বিষয়টা খুব ভালোভাবে লক্ষ করতে হবে। শাটডাউনের মধ্যেও জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর কার্যালয় শুক্রবার এবং শনিবার খোলা থাকবে।’
তিনি বলেন, ‘বিদেশগামী প্রবাসীরা জরুরিভিত্তিতে অফিসে গিয়ে নিবন্ধন করতে পারবেন। ‘আমি প্রবাসী’ কর্মী অ্যাপের মাধ্যেমেও নিবন্ধন করা যাবে। এরপরও সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে হবে ভ্যাকসিন গ্রহণের আগ্রহী ব্যক্তিদের।’
তিনি আরও বলেন, ‘আমি আবারও বলছি নিবন্ধন ছাড়া কেউ ভ্যাকসিন পাবেন না। এক কেন্দ্রে নিবন্ধন করে অন্য কেন্দ্রে ভ্যাকসিন পাবেন না।’
সারাবাংলা/এসবি/একে