বিধিনিষেধে নেত্রকোনায় লাখ টাকা জরিমানা
২ জুলাই ২০২১ ১৬:০৪
নেত্রকোনা: করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ন্ত্রণে দেশজুড়ে কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিন পর্যন্ত জেলায় অন্তত ১৭৯ জনকে এক লাখ ৫ হাজার ৭৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে আজ শুক্রবার (২ জুলাই) বিকেল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বিধিনিষেধ না মানায় ১৭৯টি মামলায় এ অর্থদণ্ড দেওয়া হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ জানান, অযথা ঘর থেকে বের হয়ে ঘোরাফেরা করা, অপ্রয়োজনে মোটরসাইকেল নিয়ে বের হওয়া, মাস্ক না পরা, স্বাস্থ্যবিধি না মানাসহ আরোপিত বিধিনিষেধ অমান্য করায় তাদের জরিমানা করা হয়।
তিনি আরও জানান, জেলা শহরসহ ১০ উপজেলায় ২৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসব আদালত পরিচালনা করেন জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের নির্বাহী হাকিমরা।
শতভাগ বিধিনিষেধ বাস্তবায়নে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলেও জানান তিনি।
সারাবাংলা/এসএসএ