চট্টগ্রামে আরও ৪২১ জন করোনায় আক্রান্ত, মৃত ৪
২ জুলাই ২০২১ ১৮:১৪
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৪২১ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে এবং মারা গেছেন চারজন।
শুক্রবার (২ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৩২ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন ৪২১ জন। এর মধ্যে নগরীর ২৮৪ জন এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা ১৩৭ জন। নমুনা পরীক্ষা অনুযায়ী সংক্রমণের হার ৩৪ দশমিক ১৭ শতাংশ।
এর আগে, বৃহস্পতিবার একদিনে চট্টগ্রামে রেকর্ড পরিমাণ ৫৫২ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে উপজেলাগুলোর মধ্যে সীতাকুণ্ডে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। সীতাকুণ্ডে ৩৬ জন, মীরসরাইয়ে ৩০ জন, হাটহাজারীতে ১৬ জন, রাউজানে ১৫ জন, ফটিকছড়িতে ১৪ জন সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছে। বাকি উপজেলাগুলোতে সংক্রমণের সংখ্যা ১০ জনের নিচে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে ২ জন শহরের ও ২ জন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।
চট্টগ্রামে এখন পর্যন্ত ৫৯ হাজার ৭৩৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৬ হাজার ৫৪৭ জন মহানগরীর বাসিন্দা এবং ১৩ হাজার ১৯০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৭১০ জন। এর মধ্যে ৪৭৯ জন মহানগরের এবং ২৩১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
সারাবাংলা/আরডি/একে