Sunday 23 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মানসিক ভারসাম্যহীন’ বৃদ্ধের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২১ ১৯:০২

চুয়াডাঙ্গা: পৌর এলাকার ঘোড়ামারা ব্রিজের কাছ থেকে ইসমাইল হোসেন (৬০) নামে ‘মানসিক ভারসাম্যহীন’ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২ জুলাই) সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে মরদেহ উদ্ধারে তৎপর হয় পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

মৃত ইসমাইল হোসেন জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আল খান জানান, আলমডাঙ্গা সড়কের পাশ থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মৃতের স্ত্রী ফেরদৌসী বেগম মরদেহটি তার স্বামীর বলে শনাক্ত করেছেন। পাশাপাশি, মৃত ইসমাইল মানসিক ভারসাম্যহীন ছিলেন বলেও জানান তার স্ত্রী। বৃহস্পতিবার তিনি সেনেরহুদার বাড়ি থেকে বের হয়ে আর ফিরে যাননি।

সারাবাংলা/একেএম

বৃদ্ধের মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

শেরপুরে মাইক্রোবাসচাপায় নিহত ২
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১৯

খুলনা মহানগর বিএনপির সম্মেলন সোমবার
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৫৪

আরো

সম্পর্কিত খবর