Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিধিনিষেধের দ্বিতীয় দি‌নে বরিশালে ১১ জনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২১ ১৯:৪৯ | আপডেট: ২ জুলাই ২০২১ ২০:৫৩

বরিশাল: ক‌ঠোর বিধিনিষেধের দ্বিতীয় দি‌নে ব‌রিশা‌লে স্বাস্থ্যবিধিসহ সরকারি নির্দেশনা অমান্য করায় ১১ জনকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি সচেতনতা সৃষ্টির লক্ষে প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়।

শুক্রবার (২ জুলাই) সকাল থে‌কেই জেলা প্রশাস‌নের ভ্রাম‌্যমাণ আদাল‌তের দুটি টিম নগরের বিভিন্ন এলাকায় অভিযান প‌রিচালনা ক‌রে।

এদিকে বিধিনিষেধ মানা‌তে স্বাস্থ‌্যবি‌ধির প্রচারণা নি‌য়ে সকা‌লে বরিশাল নগরে র‌্যা‌লি ক‌রে‌ছে পু‌লিশ। জুমার নামাজের খুতবার পূর্বে বরিশাল মেট্রোপলিটন এলাকার ৩৭০টি মসজিদে স্বাস্থ্যবিধি পালন ও বিধিনিষেধ বাস্তবায়নে নগরবাসীকে উদ্বুদ্ধ করতে সচতেনতামূলক বক্তব্য দেন পুলিশ সদস্যরা।

এর আগে, সকালে বাজা‌রগু‌লো‌তে কিছুটা ভিড় থাক‌লেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমে যায়। ত‌বে বাজারগু‌লো‌তে স্বাস্থ‌্যবিধি মানার বিষয়ে কোনো নজরদারি ছিল না। সড়‌কে রিকশা, মোটরসাইকেল ছাড়া তেমন কো‌নো যানবাহন চল‌তে দেখা যায়‌নি।

ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটন পু‌লিশ ক‌মিশনার শাহাবু‌দ্দিন খান ব‌লেন, ‘ব‌রিশাল নগরীর প্রবেশদ্বারগু‌লোসহ নগ‌রের অভ‌্যন্ত‌রে গুরুত্বপূর্ণ প‌য়ে‌ন্টে আমা‌দের চেক‌পোস্ট বসা‌নো হ‌য়ে‌ছে। বিধিনিষেধ কার্যকর করতে নিয়‌মিত টহল দেওয়া হ‌চ্ছে।’

ব‌রিশাল জেলা প্রশাসক জসীম উ‌দ্দিন হায়দার ব‌লেন, ‘বিধিনিষেধ কার্যকর কর‌তে সকাল এবং বিকেল দুই ভা‌গে নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট মা‌ঠে র‌য়ে‌ছেন। যারা বিধিনিষেধ অমান‌্য কর‌ছেন তা‌দের বিরু‌দ্ধে আইনানুগ ব‌্যবস্থা নেওয়া হচ্ছে।’

সারাবাংলা/একে

করোনা কোভিড-১৯ নভেল করোনাভাইরাস বিধিনিষেধ

বিজ্ঞাপন

এনসিপির ‘শৃঙ্খলা কমিটি’ গঠন
২১ এপ্রিল ২০২৫ ০০:০৭

আরো

সম্পর্কিত খবর