Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লকডাউন কার্যকরে চাঁপাইনবাবগঞ্জে কঠোর অবস্থানে প্রশাসন-পুলিশ

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
২ জুলাই ২০২১ ২০:২২

চাঁপাইনবাবগঞ্জ: মহামারি কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে সপ্তাহব্যাপী সর্বাত্মক কঠোর লকডাউন চলছে সারাদেশে। দ্বিতীয় দিনেও লকডাউন কার্যকর করতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের টিম মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন।

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত সবাইকে সচেতন করতে ও লকডাউন কার্যকর করতে মাঠপর্যায়ে কাজ করছে।

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (২ জুলাই) সকাল থেকেই জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজের নির্দেশনায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা জেলা ও উপজেলার বিভিন্ন স্থানে ২৭টি ভ্রাম্যমাণ আদালতের টিম অভিযান পরিচালনা করছেন।

ম্যাজিস্ট্রেটদের নেতৃতে পুলিশ টিম ও স্কাউটস টিমের সদস্যদের সহগোগিতায় জেলা ও উপজেলা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। সকলকে সচেতন করতে মাঠপর্যায়ে কঠোর অবস্থানে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।

পুলিশের পাশাপাশি লকডাউন কার্যকর করতে সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি, আনসার সদস্যরা টহল অব্যাহত রেখেছে। জেলাজুড়ে অর্ধশতাধিক চেকপোস্ট বসিয়ে মানুষকে ঘরে থাকা নিশ্চিত করতে কাজ করছে পুলিশ সদস্যরা।

জেলার বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, সব দোকান-মার্কেট ছাড়াও গণপরিবহন বন্ধ রয়েছে।

সারাবাংলা/এমও

চাঁপাইনবাবগঞ্জ প্রশাসন-পুলিশ লকডাউন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর