Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারীকে নিয়ে আপত্তিকর মেইল পাঠানোয় গ্রেফতার যুবক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২১ ২০:৩০

বগুড়া: জেলায় এক কর্মজীবী নারীকে নিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে ভুয়া ই-মেইল পাঠিয়ে হয়রানি করায় বগুড়া পুলিশের সাইবার ইউনিট ঢাকা থেকে এক যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত যুবকের নাম মীর্জা শামিম হাসান (৩১)। তিনি রাজধানীতে একটি ভাড়া বাসায় থাকতেন।

শামিম হাসানের পরিবার বগুড়ার ছিলিমপুর এলাকায় থাকে। তাদের গ্রামের বাড়ি বগুড়ার সারিয়াকান্দীতে। গতকাল বৃহস্পতিবার (১ জুলাই) পুলিশ তাকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ওই নারী গ্রেফতারকৃত শামিম হাসানের সম্পর্কে চাচি হয়। আর চাচিকে পছন্দ করতেন শামিম। এ কারণে শামিমের সঙ্গে কথা বন্ধ করে দেন ওই নারী। এতে ক্ষিপ্ত হয়ে কর্মজীবী চাচির চারিত্রিক বিষয়ে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মেইল বগুড়া বিভিন্ন ব্যক্তির কাছে পাঠায় শামিম। বিষয়টি জানার পর ভুক্তভোগী নারী ২৫ জুন বগুড়া সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

পুলিশ আরও জানায়, এরপর পুলিশের সাইবার ইউনিট ভুয়া আপত্তিকর মেইল প্রেরণকারী হিসেবে মীর্জা শামিম হাসানকে শনাক্ত করে। পরে গতকাল বৃহস্পতিবার বগুড়া সাইবার পুলিশের একটি টিম ঢাকার পশ্চিম রামপুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে আপত্তিকর মেইল পাঠানোর কাজে ব্যবহৃত মোবাইল ও কম্পিউটার উদ্ধার করে পুলিশ।

বগুড়া পুলিশের সাইবার ইউনিট জানায়, গ্রেফতারকৃত শামিম হাসান বিভিন্ন অপকর্মের জন্য বিভিন্ন নামে ৯৬টি ভুয়া মেইল অ্যাকাউন্ট খোলেন। তিনি নিজকে কখনো প্রকৌশলী আবার কখনো লেখক হিসেবে পরিচয় দিতেন।

অভিযুক্ত শামিম হাসান ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইএমবিএ’র অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

গ্রেফতার যুবক নারীকে নিয়ে আপত্তিকর মেইল ভুয়া ই-মেইল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর