Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাতেই আসছে সিনোফার্মের ২০ লাখ ডোজ ভ্যাকসিন

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২১ ০০:১৬

ঢাকা: করোনাভাইরাস প্রতিরোধে চীন থেকে বাণিজ্যিকভাবে কেনা সিনোফার্মের প্রথম চালান নিয়ে রাত পৌনে নয়টায় একটি বিশেষ বিমান বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দিয়েছে। প্রথম চালানে ২০ লাখ ডোজ ভ্যাকসিন নিয়ে বিশেষ বিমানটি রাত একটায় (২ জুলাই দিবাগত রাত) ঢাকায় আসবে।

ঢাকায় নিযুক্ত চীন দূতাবাসের উপ-প্রধান এবং মিনিস্টার হুয়ালং ইয়ান সারাবাংলা’কে এই তথ্য নিশ্চিত করেন।

বাণিজ্যিকভাবে কেনা সিনোফার্মের এই ভ্যাকসিন এর ক্রয়মূল্য গত মে মাসে প্রকাশ হয়ে গেলে এই ভ্যাকসিন পেতে অনিশ্চয়তা দেখা দেয়। কেননা চীনের এই ভ্যাকসিন বাংলাদেশ যে মূল্যে ক্রয় করছে তা থেকে বেশি মূল্যে শ্রীলংকা সহ একাধিক দেশের কাছে বিক্রয় করেছে চীন। ফলে বাংলাদেশের কেনা মূল্য প্রকাশ হয়ে গেলে বেশি দামে কেনা দেশগুলো চীনের ওপর চড়াও হয়।

এই ঘটনায় বাংলাদেশের উপর নাখোশ হয় চীন এবং বাংলাদেশের ভ্যাকসিন না পাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়। পরবর্তী সময়ে দেশের কূটনৈতিক তৎপরতার কারণে সমস্যার সমাধান ঘটে।

এদিকে রাত সাড়ে ১১টার দিকে ঢাকায় এসেছে যুক্তরাষ্ট্রের মডার্নার ভ্যাকসিন। আরব আমিরাতের একটি ফ্লাইট সাড়ে ১২ লাখ ডোজ ভ্যাকসিন নিয়ে রাতে ঢাকায় অবতরণ করে।

সারাবাংলা/জেআইএল/একে

করোনা কোভিড-১৯ নভেল করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর