Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইথিওপিয়ার টাইগ্রে অঞ্চলে লাখো মানুষ দুর্ভিক্ষের কবলে: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
৩ জুলাই ২০২১ ১২:৫৮

ছবি: বিবিসি

ইথিওপিয়ায় টাইগ্রে অঞ্চলে ৪ লাখের বেশি মানুষ চরম দুর্ভিক্ষের কবলে পড়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। এর মধ্যে প্রায় ৩৩ হাজার শিশু চরম পুষ্ঠিহীনতায় ভুগছে। টাইগ্রে পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সংস্থাটির কর্মকর্তারা এসব তথ্য জানান।

২০১৮ সাল থেকে ইরিত্রিয়া ও সুদান সীমান্তবর্তী এ অঞ্চলে নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলোর লড়াই চলছে। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ ক্ষমতা গ্রহণের পরই এসব সংঘাত বাড়ে। সম্প্রতি টাইগ্রে নেতাদের প্রতি অনুগত বাহিনীগুলোর বিরুদ্ধে অভিযান শুরু করেছে ইথিওপিয়ার সেনাবাহিনী। ওই অঞ্চলে ক্রমাগত সংঘাতে বৃহৎ মানবিক সংকট সৃষ্টি হয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, প্রায় চার লাখ মানুষ টাইগ্রে অঞ্চলে চরম দুর্ভিক্ষের কবলে পড়েছে। এছাড়া আরও ১৮ লাখ মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে।

বিজ্ঞাপন

গত আট মাস ধরে সরকারি বাহিনী ও টাইগ্রে অঞ্চলের জাতিগোষ্ঠীর লড়াইয়ের পর সোমবার সাময়ীক যুদ্ধবিরতি ঘোষণা করেছে সরকার। তবে এ যুদ্ধবিরতির পরও সংঘাত পুরোপুরি বন্ধ হবে না বলে আশঙ্কা রয়েছে। কেননা সোমবারই টাইগ্রের রাজধানী মেকেলের দখল নিয়েছে সরকারবিরোধী সশস্ত্র সংগঠন টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট।

বিদ্রোহীরা সরকারি বাহিনীকে এ অঞ্চল থেকে পুরোপুরি বের করে দিতে বারবার তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। ফলে সামনে আরও সংঘর্ষের ঘটনা ঘটবে বলে আশঙ্কা রয়েছে।

বিদ্রোহী সংগঠন ও সরকারি বাহিনীর লড়াইয়ে টাইগ্রে অঞ্চলে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া প্রায় ২০ লাখ মানুষ হয়েছে বাস্তুহারা। এমন অবস্থায় ওই অঞ্চলে চরম দুর্ভিক্ষ বিরাজ করছে বলে জানিয়েছে জাতিসংঘ।

বিজ্ঞাপন

শুক্রবারের বৈঠকে জাতিসংঘের মানবিক ত্রাণ সহায়তা শাখার ভারপ্রাপ্ত প্রধান রমেশ রাজাসিংহাম নিরাপত্তা পরিষদের সদস্যদের বলেন, গত কয়েক দশকের মধ্যে আমাদের অভিজ্ঞতার মধ্যে সবচেয়ে চরম মানবিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে টাইগ্রে অঞ্চল। চার লাখের বেশি মানুষ চরম দুর্ভিক্ষের কবলে পড়েছে। ওই অঞ্চলের প্রায় ৫২ লাখ মানুষের মানবিক সহায়তা প্রয়োজন।

সারাবাংলা/আইই

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর