বরিশালে সড়কে কঠোরতা, অলিগলিতে আড্ডা
৩ জুলাই ২০২১ ১৬:৫৬
বরিশাল: করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত ৭ দিনের কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে প্রধান সড়কে ভ্রাম্যমাণ আদালতসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে মানুষের উপস্থিতি কম থাকলেও অলিগলিতে জনসমাগম লক্ষ্য করা গেছে।
শনিবার (৩ জুলাই) সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই যারা ঘর থেকে বের হচ্ছেন, দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর জেরার মুখে পড়তে হচ্ছে তাদের। আর যারা অপ্রয়োজনে বের হয়েছেন, তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি যুক্তিসঙ্গত কারণ দেখাতে না পেরে জরিমানাও গুনতে হয়েছে অনেককে।
মাছ ও সবজি বাজার ঘুরে দেখা গেছে, স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই জমে উঠেছে বাজার। বাজারে চা-সিগারেটের দোকানগুলো খোলা রয়েছে। বিশেষত চায়ের দোকানের সামনে পর্দা টানিয়ে ভেতরে খোশগল্পও করছেন অনেকে। অলিগলিতে ঢিলেঢালা তৎপরতার কারণে মানুষের যথেষ্ট উপস্থিতি রয়েছে, জায়গায় জায়গায় মানুষজনকে জটলা পাকিয়ে আড্ডা দিতেও দেখা গেছে।
এদিকে বিধিনিষেধ সফল করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পুলিশের চেকপোস্ট ও মানুষকে ঘরের বাইরে বের হতে নিরুৎসাহিত করা হচ্ছে। অভিযান চালিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জরিমানা করা হলেও বিধিনিষেধ অমান্যকারীদের আটকের কোনো খবর পাওয়া যায়নি।
বরিশাল নগরীর নথুল্লাবাদ, রূপাতলী, বাংলাবাজার, সদর রোড, পোর্ট রোড, নতুন বাজার, হাটখোলা, চকবাজার ও লঞ্চঘাট ঘুরে দেখা গেছে যাত্রী পরিবহনের থ্রি-হুইলার, মোটরচালিত রিকশা, মাইক্রোবাস বন্ধ রয়েছে। তবে পায়ে চালানো রিকশা ও মোটরসাইকেল চলাচল করছে। চেকপোস্টের মুখে পড়লে রিকশা ও মোটরসাইকেলের যাত্রীরা বিভিন্ন অজুহাতের কথা বলেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বলেন, বরিশাল নগরীর প্রবেশদ্বারগুলোসহ নগরের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ পয়েন্টে আমাদের চেকপোস্ট বসানো হয়েছে। বিধিনিষেধ কার্যকর করতে নিয়মিত টহল দেওয়া হচ্ছে।
জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার জানিয়েছেন, সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে জেলা প্রশাসন থেকে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। মানুষকে ঘরের বাইরে বের হতে নিরুৎসাহিত করা হচ্ছে। যারা নিয়ম মানছেন না তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করছে প্রশাসন। পর্যায়ক্রমে এই তৎপরতা আরও জোরালো করা হবে বলে জানান তিনি।
বিভাগীয় স্বাস্থ্য অফিস সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৭ জনের এবং বিভাগের বরিশাল ও ঝালকাঠি জেলায় ২ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
সারাবাংলা/এসএসএ