Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা রোধে ‘গ্রেট ওয়াল অব ইমিউনিটি’ নির্মাণের আহ্বান চীনের

আন্তর্জাতিক ডেস্ক
৩ জুলাই ২০২১ ১৬:৫৭

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারি মোকাবিলায় ‘গ্রোট ওয়াল অব ইমিউনিটি (রোগ প্রতিরোধের দেয়াল)’ তৈরি আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ই। শনিবার (৩ জুলাই) আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এই আহ্বান জানান তিনি। খবর রয়টার্স।

চীনের রাজধানীতে অবস্থিত সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত নবম বিশ্ব শান্তি ফোরাম’এ এই আহ্বান জানান দেশটির স্টেট কাউন্সিল ও মন্ত্রিসভার এই সদস্য। তিনি বলেন, ‘আসন্ন চ্যালেঞ্জকে আমাদের একসঙ্গে মোকাবিলা করা উচিত।’

বিজ্ঞাপন

ইয়াং ই বলেন, এই মুহূর্তে জরুরি ভিত্তিতে করোনা প্রতিরোধের জন্য ‘গ্রোট ওয়াল অব ইমিউনিটি’ নির্মাণের কাজকে গুরুত্ব দেওয়া উচিত। তাই রাজনৈতিক মতবিরোধ অতিক্রম করে করোনা প্রতিরোধে আন্তর্জাতিক মহামারি-বিরোধী সহযোগিতা বৃদ্ধি করতে হবে।

তিনি আরও বলেন, আমরা উন্নয়নশীল দেশগুলোকে সুলভমূল্যে ও দ্রুত করোনার ভ্যাকসিন প্রদানের বিষয়ে কাজ করে যাচ্ছি।

এর আগে, ২০১৯ সালের শেষ দিকে চীনের উহান প্রদেশে বিশ্বের মধ্যে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেয়। দেশটি ইতোমধ্যে ৪৮০ মিলিয়নেরও (৪৮ কোটি) বেশি করোনার ভ্যাকসিনের ডোজ বিশ্বের বিভিন্ন দেশে সরবরাহ করেছে।

সারাবাংলা/এনএস

করোনাভাইরাস গ্রেট ওয়াল অব ইমিউনিটি চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ই টপ নিউজ নবম বিশ্ব শান্তি ফোরাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর