ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে দুই জন করোনা পজিটিভ ও সাত জনের করোনা উপসর্গ ছিলো।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, মারা যাওয়া ৯ জনের মধ্যে ২ জন করোনা পজিটিভ ছিলেন। আর বাকি ৭ জন ভর্তি ছিলেন উপসর্গ নিয়ে। মৃতদের মধ্যে ময়মনসিংহের ৫ এবং জামালপুর ও নেত্রকোণার দু’জন করে ছিলেন।
জেলায় এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৮৫ জন।
জেলায় গত ২৪ ঘণ্টায় ২৩৪টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত ৭২ জন হয়েছে। বর্তমানে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন ২৬০ ও আইসিইউ’তে রয়েছে ২০ জন রোগী।