Monday 30 Jun 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৃত সতীনের মেয়েকে ‘গৃহকর্মী’ বানিয়ে নির্যাতন, গ্রেফতার ২

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২১ ১৮:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে আগুনে ধারালো ছোরা গরম করে আট বছর বয়সী এক শিশুকে ছ্যাঁকা দিয়ে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ওই শিশুর সৎ মাসহ দু’জনকে গ্রেফতার করেছে।

গত ২৪ জুন নগরীর দক্ষিণ পতেঙ্গা এলাকায় শিশুটির ওপর নির্যাতনের ঘটনা ঘটে। বিষয়টি জানতে পেরে শুক্রবার (২ জুন) রাতে শিশুটির দাদি বাদি হয়ে মামলা দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করেন বলে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইর সৈয়দ জানান।

গ্রেফতার দু’জন হলেন- শিশুটির সৎ মা সালেহা বেগম (২৬) এবং সালেহার মা কমলা বেগম (৫২)।

নির্যাতনের শিকার আট বছরের মেয়েটি স্থানীয় একটি আবাসিক মাদরাসায় থেকে পড়ালেখা করতো বলে পুলিশ জানিয়েছে।

বিজ্ঞাপন

ওসি জোবাইর সৈয়দ সারাবাংলাকে জানান, মেয়েটির মা মারা যাওয়ার পর তার বাবা সালেহাকে বিয়ে করেন। সালেহা মেয়েটিকে বিভিন্ন অজুহাতে মাদরাসা থেকে বাসায় নিয়ে আসেন। এরপর তাকে দিয়ে বাসায় ঝাড়ু দেওয়া, পানি আনাসহ গৃহকর্মীর মতো বিভিন্ন কাজ করাতেন। গত ২৪ জুন সকাল ১০টার দিকে সালেহা মেয়েটিকে গৃহস্থালী বর্জ্য ফেলার জন্য বাসার নিচে পাঠান। বর্জ্য ফেলে ফিরতে দেরি হওয়ায় প্রথমে তাকে বকা ও মারধর এবং পরবর্তীতে সালেহা ও কমলা মিলে চুলার আগুনে ছোরা গরম করে তার শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেন।

ওসি বলেন, ‘নির্যাতনের কারণে তার শরীরের বিভিন্নস্থানে জখম হয়। সেটা আড়াল করতে তাকে গত সাতদিন ধরে ঘরে আটকে রাখেন সালেহা। মেয়েটির দাদি বিষয়টি জানতে পেরে শুক্রবার রাতে পতেঙ্গা থানায় এসে অভিযোগ করেন। এরপর আমরা অভিযান চালিয়ে সালেহা ও তার মাকে গ্রেফতার করি। এছাড়া গরম ছ্যাঁকা দেওয়ার কাজে ব্যবহৃত ছোরাটি উদ্ধার করি।’

এ ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার দু’জনকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি জোবাইর সৈয়দ।

সারাবাংলা/আরডি/পিটিএম

নির্যাতন সতীতের মেয়ে