Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজাদপুরে বাঁধ কেটে দেওয়ায় চলনবিলের ৮ উপজেলায় বন্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২১ ২০:০৫ | আপডেট: ৩ জুলাই ২০২১ ২২:১১

সিরাজগঞ্জ: জেলার শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা স্লুইচ গেটসংলগ্ন অস্থায়ী রিং বাঁধ মৎস্য শিকারি ও নৌযান শ্রমিকরা কেটে দিয়েছে। শনিবার (৩ জুলাই) ভোর রাতে এ ঘটনা ঘটে।

বাঁধ কেটে দেওয়ায় শাহজাদপুর উপজেলাসহ চলনবিল অঞ্চলের ৮ উপজেলার প্রায় ৪৫ হাজার হেক্টর জমি বন্যার পানিতে ডুবে গেছে। এ জমিতে লাগানো নেপিয়ার, গামা ঘাস, বোনা আমন ও সবজি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

বন্যাকবলিত উপজেলাগুলো হলো- সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর, উল্লাপাড়া, পাবনা জেলার চাটমোহর, ফরিদপুর, ভাঙ্গুড়া, নাটোর জেলার গুরুদাসপুর, সিংড়া ও বড়াইগ্রাম।

রাউতারা, পোতাজিয়া ও চরাচিথুলিয়া গ্রামের, গোলাম আজম, নিরব হোসেন, সাকিব হোসেন, মুন্নাফ হোসেন, সৌরভ সরকার, সোহেল মোল্লা, আব্দুল আলীমসহ অনেকে বলেন, ‘গত ২ দিন বন্যার পানি বৃদ্ধি শুরু হয়েছে। এ সুযোগে শনিবার ভোর রাতে এসব এলাকার মৎস্য শিকারিরা অধিক পরিমাণে মাছ আহরণ ও শ্যালো ইঞ্জিন চালিত নৌযানের মাঝিরা প্রতি বছরের মতো এরারও ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত অস্থায়ী এ বালুর বাঁধ কেটে দিয়েছে। শুধু তাই নয় এ বাঁধের পাইলিংয়ের বাঁশ ও বালুর বস্তা স্থানীয় নারী পুরুষরা লুট করে নিয়ে গেছে।’

তারা আরও জানান, সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড গত ৩০ বছর ধরে ফসল রক্ষার নামে ড্রেজারের বালু দিয়ে এ বাঁধ নির্মাণ করে। গত ২৮ জুন এ বাঁধের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বাঁধটি পরিত্যাক্ত ঘোষণা করে বাধের পাহারায় নিয়োজিত জনবল সরিয়ে নেয়। রাতে সামান্য বৃষ্টি ও পানি বৃদ্ধি পাওয়ার সুযোগে বাঁধটি কেটে দেওয়া হয়।’

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, ‘ইরি-বোরো ফসল রক্ষার্থে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা স্লইচ গেটসংলগ্ন লোহাইট অস্থায়ী রিং বাঁধটি নির্মাণ করা হয়। ধান কাটা হয়ে যাওয়ায় পাহারা সরিয়ে নেওয়ায় স্থানীয়রা বাঁধ কেটে দিয়েছে। আমরা ওখানে স্থায়ী বাঁধ নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছি। এটি বাস্তবায়ন হলে এ সমস্যাটি আর থাকবে না।’

বিজ্ঞাপন

তিনি আরও জানান, সিরাজগঞ্জ জেলায় ৮০ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে। সিরাজগঞ্জের কোথাও ঝুকিপূর্ণ বাঁধ নেই।

সারাবাংলা/এমও

চলনবিল টপ নিউজ বন্যা সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর