রিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু
৩ জুলাই ২০২১ ২২:৫১
ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর শনিরআখড়ায় রিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জালাল মিয়া (৩৫) নামের এক অটোরিকশা চালক মারা গেছে।
শনিবার (৩জুলাই) রাত ৮টার দিকে শনিরআখড়া গোবিন্দপুর এলাকার রিকশার গ্যারেজে ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে নিয়ে গেলে চিকিৎসক রাত সোয়া নয়টার দিকে মৃত ঘোষণা করেন।
জালালের শ্যালক মো. আইয়ুব আলী জানায়, জালালের বাড়ি পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার জউতা গ্রামে। বাবার নাম রেজাউল মিয়া। সে গার্মেন্টসকর্মী স্ত্রী ও দুই সন্তান নিয়ে শনিরআখড়ার গোবিন্দপুরে থাকতো। এবং সেখানকার একটি গ্যারেজের রিকশা চালাত।
আইয়ুব আলী আরও জানায়, মৃত জালাল আজও রিকশা নিয়ে বের হইছিল। গোবিন্দপুরে বাসার পাশেই রিকশা গ্যারেজ। রিকশা চালানো শেষ করে রাতে গ্যারেজে আসে। গ্যারেজে রিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় সে বিদ্যুৎপৃষ্ট হয়। পরে খবর পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে মারা যায় জালাল।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/পিটিএম