চুয়াডাঙ্গায় করোনা সংক্রমণ ও উপসর্গে ১০ জনের মৃত্যু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২১ ১২:৫২
৪ জুলাই ২০২১ ১২:৫২
চুয়াডাঙ্গা: সীমান্তবর্তী চুয়াডাঙ্গা জেলায় ২৪ ঘণ্টায় ৪১৫ পরীক্ষা করে ১৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে দুই জন ও উপসর্গ নিয়ে আট জনের মৃত্যু হয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এ এস এম ফাতেহ আকরাম জানান, নতুন শনাক্ত ১৪০ জনের মধ্যে সদরের বাসিন্দা৩৩ জন, আলমডাঙ্গার ২৮ জন, দামুড়হুদার ৩৬ ও জীবননগর উপজেলার ৪৬ জন। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩৩ দশমিক ৭৩ শতাংশ ।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চুয়াডাঙ্গা জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৬৫৩ জন। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ২৩ জন সুস্থসহ মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৩৪২ জন। মারা গেছে জেলায় ১১৩ জন।
বর্তমানে মোট করোনা রোগীর সংখ্যা ১ হাজার ৯৫ জন। এরমধ্যে হোম আইসোলেশনে আছেন ১ হাজার ১২০ জন।
সারাবাংলা/এএম